কুড়িগ্রাম সদরের উল্লেখযোগ্য নদী –ব্রহ্মপুত্র, দুধকুমর, ধরলা, ফুলকুমর ও গঙ্গাধর। ভারতের পাহার থেকে বাংলাদেশে সমতলে নেমেই এ উপজেলায় মিলিত হয়েছে ব্রহ্মপুত্র, দুধকুমর, ধরলা, ফুলকুমর ও গঙ্গাধর যেন এক দিগন্তজোড়া মোহনা সৃষ্টি করেছে। ধরলা নদী কুড়িগ্রাম শহর ঘেঁষে উত্তর-দক্ষিণে প্রবাহিত যা উলিপুর উপজেলার উপর দিয়ে চিলমারিতে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS