Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

উপজেলা পরিষদের কার্যাবলী

উপজেলা পরিষদ কার্যালয়

কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।

সিটিজেন চার্টার (নাগরিক সেবা)

স্থানীয় সরকার বিভাগ গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। উক্ত বিভাগের মিশন হলো স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন।

 

উপজেলা পরিষদ কার্যাবলী ঃ

২য় তফসিল [ধারা ২৩ দ্রষ্টব্য]

১।         পাঁচসালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী করা।

২।         পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচী বাস্তবায়ন এবং উক্ত দপ্তরের কাজকর্মসমূহের তত্ত্বাবধান ও

             সমন্বয় করা।

৩।         আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা।

৪।         ভূ-উপরিস্থ পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নিদের্শনা অনুসারে উপজেলা পরিষদ ক্ষুদ্র সেচ

             প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।

৫।         জনস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতিকরণ।

৬।         স্যানিটেশন ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবারহ ব্যবস্থাকরণ।

৭।         (ক) উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বুদ্ধকরণ এবং সহায়তা প্রদান।

             (খ) মাধ্যমিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কার্যক্রম তদারকি ও

                   উহাদিগকে   সহায়তা প্রদান।

৮।         কুটির ও ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ।

৯।         সমবায় সমিতি ও বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান ও উহাদের কাজে সমন্বয় সাধন।

১০।        মহিলা, শিশু, সমাজকল্যাণ এবং যুব,ক্রীড়া ও সাংস্কৃতি কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাস্তবায়ন করা।

১১।        কৃষি, গবাদি পশু, মৎস্য এবং বনজসম্পদ উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও বাস্তাবায়ন।

১২।        উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা এবং নিয়মিতভাবে উদ্ধৃতন কর্তৃপক্ষের

            নিকট প্রতিবেদন প্রেরণ।

১৩।       আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দবিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচী গ্রহণ, বাস্তবায়ন এবং এতদসর্ম্পকে সরকারী

             কর্মসূচী বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

১৪।        ইউনিয়ন পরিষদের উন্নয়নের কার্যক্রমে সমন্বয় সাধন ও পরীক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।

১৫।       নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংঘিিটত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ।

১৬।       সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ অন্যান্য

             প্রতিরোধমুলক কার্যক্রম গ্রহণ।

১৭।        পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ।

ছবি


সংযুক্তি

78e1c8ed19ecbbd8b345d7664bc330b9.pdf 78e1c8ed19ecbbd8b345d7664bc330b9.pdf


সংযুক্তি (একাধিক)