কুড়িগ্রাম জেলার সদর উপজেলা আটটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত। যার আয়তন ২৭৬.৪৫ বর্গ কিলোমিটার। ১৮৭৫ সালে এ থানার কার্যক্রম শুরু হয়। উপাজেলার কার্যক্রম শুরু হয় ১৯৮৪সালে। কুড়িগ্রাম সদর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৫°৪৫' এবং ২৫°৫৫' এর মধ্যে৮৯°৩৫' এবং ৮৯°৫১' দ্রাঘিমাংশের মধ্যে। কুড়িগ্রাম সদর উপজেলার উত্তরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা, দক্ষিণে কুড়িগ্রাম জেলার উলিপুর, পূর্বে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলা এবং পশ্চিমে রাজারহাট উপজেলা।
কুড়িগ্রাম অতি প্রাচীন এক জনপদ। কুড়িগ্রাম জনপদ হিসসেবে কবে গড়ে উঠেছে তার সঠিক দিনক্ষন পাওয়া না গেলেও জনপদ হিসেবে এ অঞ্চল যে প্রাচীন তার যথেষ্ট প্রমান পাওয়া যায়। মোগল আমলে বার বার বিদ্রোহ দেখা দেওয়ায় মোগল বাহিনীকে ছুটে আসতে হয়েছে এ অঞ্চলে। তারাই এখানে প্রথম মুসলিম বসতি গড়ে তোলে- তৈরী করে গ্রামের পর গ্রাম, গঞ্জের পর গঞ্জ। তারই কুড়িটি গঞ্জ নিয়ে সৃষ্টি হয়েছে আজকের কুড়িগ্রাম। আবার অনেকে বলেন, কুজবিহারের মহারাজা বিশ্ব সিংহের মাতা কুড়িটি ম্লেচছ পরিবারকে উন্নত শ্রেণীর হিন্দুরূপে পরিগনিত করার পর কুচবিহার সীমান্তবর্তী এ অঞ্চলে প্রেরণ করেন। এ কুড়িটি পরিবারের নাম অনুসারে এ মহুকুমার নামকরণ করা হয়েছে। মতান্তরে এ অঞ্চলকে পূর্বে ‘কয়েরগঞ্জ’ বা ‘কুড়িগঞ্জ’ বলা হতো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস